সাতক্ষীরা ৩৩ বিজিবির অভিযানে ১৪০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক-১

দ্বারা zime
০ মন্তব্য 139 দর্শন

 

সাতক্ষীরা ৩৩ বিজিবির অভিযানে ১৪০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক হয়েছে। বুধবার (১৬ জুন) বিকালে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ তলুইগাছা বিওপি’র টহল কমান্ডার নায়েক মো: আহসান হাবিবের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কলবাজার এলাকায় অভিযান পরিচালনাকালে টহলদল ভারত হতে বাংলাদেশে পাচারকালে বিয়াল্লিশ হাজার টাকা মূল্যের ১৪০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মো: আবুল হোসেন (৪৫) নামের একজনকে আটক করা হয়। আটককৃত আবুল হোসেন সদর উপজেলার কুশখালি গ্রামের মৃত দেয়ানত আলীর ছেলে। অভিযান পরিচালনাকালে ইয়াবা চোরাচালানের সাথে জড়িত একই গ্রামের মৃত উজিয়ারের ছেলে মো: হামিদ (৪০), মৃত জাকাত আলীর ছেলে মো: মহিন (২০) , এবং মৃত মজিদের ছেলে শাহিন (১৮) ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় বলে বিজিবি জানায়। বুধবার রাত পর্যন্ত আটককৃত আসামী এবং পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ কলারোয়া থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল। ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আসামী আটকের বিষয়টি ৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি নিশ্চিত করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন