সামাজিক সুবিচার প্রতিষ্ঠা রাষ্ট্রের মৌলিক অঙ্গীকার -সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 160 দর্শন

 

সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা রাষ্ট্রের মৌলিক অঙ্গীকার। প্রতিবন্ধীরা অবহেলার পাত্র নয় এবং তারা সমাজের বোঝাও নয়। প্রতিবন্ধীদের সমাজের মূলস্রোতে আনা সহ তাদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মুলনীতির অংশ। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় প্রতিবন্ধীরা যেমন যথাযথ মূল্যায়িত হয় না অনুরূপ প্রতিবন্ধীরা তাদের প্রাপ্য অধিকারও পায় না। তিনি গতকাল “প্রতিবন্ধী নারীর এ্যকসেস টু জাস্টিস” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত দিক নির্দেশনামুলক, প্রতিবন্ধী বান্ধব কথা বলেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, প্রতিবন্ধীরা আমার, আপনার স্বজন, কারো ভাই, কারো বোন, বিধায় তাদেরকে বোঝা মনে করার সুযোগ নেই। প্রতিবন্ধীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। আমরা যেমন আমাদের আত্মীয়দের প্রতি সদয়, সহানুভূতিশীল দায়িত্বশীল আন্তরিক অনুরূপ প্রতিবন্ধীদের প্রতি সর্বদা আন্তরিক হতে হবে। তিনি আরও বলেন প্রতিবন্ধীদের প্রতি নেতিবাচক নয় ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন এবং তা প্রয়োগ করতে হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন যত প্রকার কর্ম আছে তার মধ্যে মানবতার সেবাই সেরা কর্ম। তিনি প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলেন রাষ্ট্র, রাষ্ট্রের আইন আপনাদেরকে সুরক্ষা দিয়েছে, আপনারা নিজেদেরকে কোন অবস্থাতেই করুনার বা অনুগ্রহের পাত্র মনে করবেন না। আপনারা এই মানবিক সমাজেরই অংশ। প্রধান অতিথি কর্মশালায় উপস্থিত বিচারক, আইনজীবী ও বিচার ব্যবস্থার সাথে সংশি¬ষ্টদের উদ্দেশ্যে বলেন, প্রতিবন্ধীদের মামলা, বিচারকার্য দ্রুত নিষ্পত্তিতে আমরা যেন দায়িত্বশীলতার ক্ষেত্র নিশ্চিত করি। কর্মশালায় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান প্রতিবন্ধীদেরকে নিজ আসনের পাশে বসিয়ে কুশল বিনিময় সহ তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। পরম মমতায় প্রতিবন্ধীদের প্রতি মানবিক জজ এবং মহানুভবতা উপস্থিত সকলে প্রত্যক্ষ করেন। সাতক্ষীরার বিচার বিভাগের অভিভাবক এর মানবিক এবং প্রতিবন্ধীবান্ধব কথায় উপস্থিত প্রতিবন্ধীরা আবেগ আপ¬ুত হয়ে পড়েন। বিচার বিভাগ সাতক্ষীরা ও উইমেন উয়ুথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাবি¬উডিডিএফ) এর যৌথ আয়োজনে কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ডাবি¬উডিডিএফ এর নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি। কর্মশালায় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হুমায়ুন কবির কর্মশালায় তার বক্তব্যে বলেন প্রতিবন্ধীদের সহযোগিতা করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব, তাদেরকে বিনা খরচে লিগ্যাল এইডের মাধ্যমে আমরা আইনী সেবা দিতে পারি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নুরুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ফারুক ইকবাল, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জিয়ারুল ইসলাম। সদ্য পদোন্নতি প্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন নাহারের প্রানবন্ত সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম, সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন তোজাম, জিপি শম্ভু নাথ সিংহ, ডাবি¬উডিডিএফ এর চেয়ারম্যান দৃষ্টিপ্রতিবিন্ধী শিরীন আক্তার, প্রতিবন্ধীদের মধ্যে বক্তব্য রাখেন শারিরীক প্রতিবন্ধী হাবিবুর রহমান, দৃষ্টিপ্রতিবন্ধী শেখ আবুল কালাম আজাদ প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন