স্বাস্থ্য সেবা নিতে এসে কোন মানুষ যেনো দূর্ভোগের স্বীকার না হয় :ডা.ফরহাদ জামিল

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 250 দর্শন

 

সাতক্ষীরা সদর উপজেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে নবযোগদান কৃত উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল টিটোর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কার্যালয় সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতিতে সভায় স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল টিটো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন। কমিনিটি ক্লিনিকের মাধ্যমে সরকার জনগনের দৌড় গড়ায় সেবা পৌছে দিয়েছেন। ভূক্তভোগী জনগণ জটিল সমস্যা ছাড়া ছোট রোগে সেবা কমিনিটি ক্লিনিক থেকে অতি সহজে গ্রহণ করতে পারে। তিনি আরো বলেন স্বাস্থ্য সেবা নিতে এসে কোন মানুষ যেন দূর্ভোগের স্বীকার না হয় সেটি খেয়াল রাখবেন। সম্মিলিত প্রচেষ্টায় থাকলে উপজেলা স্বাস্থ্য সেবার উন্নয়ন সম্ভব হবে। সকলে সমন্বয় করে কাজ করলে দ্রুত সময়ের মধ্যে আমরা সঠিক লক্ষ্যে পৌছাতে পারবো। এলক্ষ্যে চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক জিয়াউল হক, শারাবান তোহরা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গোলক সরকার, আলাউদ্দিন, মোশারাফ হোসেন, পূর্ণিমা পাল, জলি খাতুন, মিজানুর রহমান, নাজমুন আরা সহ সকল স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন