স্মার্ট ফোনের ভালো জিনিস গুলো নিতে হবে- ডেপুটি কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির

দ্বারা zime
০ মন্তব্য 565 দর্শন

 

বিজ্ঞান মানব সভ্যতার উৎকর্ষ। নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহিত করতে হবে। আবিস্কারের কোন শেষ নেই। উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান হয়তো এ বিজ্ঞান মেলায় অংশ গ্রহন করেনি। তবে ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যেন তাদের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা দেন। স্মার্ট ফোনের ভালো জিনিস গুলো নিতে হবে, আর খারাব জিনিসগুলো থেকে দুরে থাকতে হবে।

আজকাল অধিকাংশ শিক্ষার্থীর অভিভাবক এ প্লাস কিভাবে পাবে সেটা নিয়ে তাদের চিন্তা। কিন্তু কেবলমাত্র তাদেরকে এ প্লাস নিয়ে ভাবলে হবে না। তাদেরকে অতিরিক্ত কারিকুলামের প্রতি জ্ঞান তাকে সেদিকেও লক্ষ রাখতে হবে। তাহলে তারা একদিন ভালো জায়গায় পৌছে যাবে। বর্তমান প্রধানমন্ত্রী ২০০৮ সালে যেলক্ষে ডিজিটাল বাংলাদেশ উদ্বোধন করেছিলেন। আজ সেটা বাস্তবে রুপ নিয়েছে। সর্বোপরি বিজ্ঞানকে কাজে লাগিয়েএই ডিজিটাল বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে পৌছে দিতে হবে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে সাতক্ষীরার কলারোয়ায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা-২০২১ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির। এ কথাগুলো বলেন। মাস্টার শেখ শাজাজাহান আলী শাহিনের পরিচালনায়।

“স্মার্ট ফোনের আসক্তিঃ পড়াশোনার ক্ষতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিবাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা চত্ত¡রে দুইদিন ব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশ, অভিভাবকসহ উপজেলার প্রত্যকটি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ মেলার আয়োজক কমিটি জানান, এ বছর উপজেলার ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্কুল-কলেজ মিলে মোট ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান এ মেলায় অংশ গ্রহন করেছে। তবে উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করার মতো সক্ষমতা রয়েছে। কিন্তু জায়গা সংকটের কারণে সব প্রতিষ্ঠান অংশ গ্রহন করতে পারেনি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন