পুলিশ যে জনগণের বন্ধু তা আবারো প্রমান করে দিলেন ওসি বিপ্লব কুমার নাথ।।

দ্বারা zime
০ মন্তব্য 200 দর্শন

 

পুলিশ যে জনগণের  বিপদের বন্ধু তা এবার আবারো প্রমাণ করে দিলেন, আশাশুনি থানার ইনচার্জ ওসি বিপ্লব কুমার দেব নাথ।সূত্র জানায়, আশাশুনি থানার বড়দল ইউনিয়নে বাড়ি খায়রুল বাসার নামক এক প্রতিবন্ধির ভ্যান কেড়ে নিয়েছিলো তার আপন মামা আব্দুল হান্নান।।সূত্র আরো জানায়,বড়দলে বাড়ি প্রতিবন্ধি খায়রুল বাসার ঐ ভ্যান চালিয়ে বিভিন্ন জাগায় সাহায্য চেয়ে তার পরিবারের খরচ চালাতো।হঠাৎ তার মামা আব্দুল হান্নান প্রতিবন্ধি খায়রুল বাসার কে বলে ঐ ভ্যান চড়ে যে টাকা ইনকাম হয় তার থেকে একটি ভাগ তার মামা কে দিতে হবে।

এসময় প্রতিবন্ধি খায়রুল তার মামাকে আয়ের ভাগ দিতে অস্বীকৃতি জানায়।পরে ভাগ দিতে অস্বীকৃতি জানালে তার মামা প্রতিবন্ধি খায়রুল বাসারের ভ্যানটি কেড়ে নেন।এদিকে ভ্যান কেড়ে নেওয়ায় প্রতিবন্ধির চলাফেরা করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে এবং প্রতিবন্ধির আয় রোজগার এক প্রকার বন্ধ হয়ে যায়। পরে আর কোন উপায় না পেয়ে প্রতিবন্ধি সোজা চলে যান আশাশুনি থানার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথের কাছে।আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ প্রতিবন্ধির ঘটনা শুনে তাকে একটা লিখিত অভিযোগ দিতে বলেন।অভিযোগ দেওয়ার পর তাৎক্ষণিক আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ থানা থেকে ফোর্স পাঠিয়ে প্রতিবন্ধির ভ্যানটি তার মামা হান্নানের বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।পরে উদ্ধারকৃত ভ্যানটি প্রতিবন্ধী খায়রুল বাসারের হাতে বুঝিয়ে দেন ওসি বিপ্লব কুমার নাথ।এসময় অসহায় প্রতিবন্ধি তার আয় রোজগারের একমাত্র উপকরণ (ভ্যানটি) পেয়ে আশাশুনি থানার ইনচার্জ বিপ্লব কুমার নাথের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন স্যার আপনি আমার নিজের পিতার মত উপকার করে দিলেন।সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ্য রাখবেন ও দীঘায়ু দান করবেন।এসময় প্রতিবন্ধি খায়রুল আরো বলেন, এতদিন লোক মুখে শুনেছি পুলিশ ঘুষখোর,জুলুমবাজ,টাকা ছাড়া পুলিশ কোন কাজ করে দেয়না আরো কতটা কি!! কিন্তু আজ আপনি বিনা টাকায় বিনা হয়রানীতে আমার জীবিকা নির্বাহের ভ্যানটি উদ্ধার করে দিয়ে আবারো প্রমাণিত করলেন যে পুলিশ আসলেই জনগণের বিপদের বন্ধু।   





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন