ব্যাপক সাড়া জাগিয়েছে জেলা প্রশাসকের অনলাইন শিক্ষা কার্যক্রম

দ্বারা zime
০ মন্তব্য 610 দর্শন

 

বেশ কয়েক দিন হলো সাতক্ষীরা জেলা প্রশাসন ৫ম হতে দ্বাদশ শ্রেনির শিক্ষার্থীদের জন্য স্যাটেলাইটের মাধ্যমে পাঠদান করার ব্যবস্থা করেছেন। বিশ্ব সংকটকালীন সময়ে শিক্ষার্থীদের জন্য এটা একটা ভাল উদ্যোগ। দেরিতে হলেও ছেলে-মেয়েরা পড়ায় মনোযোগী হওয়ার সুযোগ পেয়েছে। বেশ কিছু শিক্ষার্থী/অবিভাবক/শিক্ষক/গুনীজনের সাথে কথা বললে, সবাই এ ব্যাপারে উৎসাহের সাথে ধন্যবাদ দিয়েছেন। বন্দী জীবনে এক দিকে লেখাপড়ার পাশাপাশি দুষ্টবুদ্ধি থেকে বাঁচার একটি মাধ্যম তৈরী হলো।


অনেকে অবশ্য অভিযোগের সুরে আবেদন করেছে যে,একটি স্থায়ী রুটিন প্রয়োজন। কবে কখন কোন শ্রেনির ক্লাস তা প্রচারিত হলে ভাল হতো। সময় বাড়িয়ে সকাল থেকে সব শ্রেনির ক্লাস সমভাবে বন্টনের দাবিও অনেকের। যদি স্যারেরা ¯øাইট ব্যবহার করতেন, তবে বোর্ড দেখতে সুবিধা হতো। হাতের লেখা বুঝতে (টি,ভি স্ক্রিনে) অসুবিধা হয়। সময়ও বেশি লাগে। তাই প্রতিটি শ্রেনি প্রতিদিন যাতে ২/১টি ক্লাস পায়, তার ব্যবস্থা করলে ভাল হয়। প্রয়োজনে অন্য স্যাটেলাইট চ্যানেলে সিনেমা,গান,নাটক প্রচার না করে এ দুঃসময়ে শিক্ষাকার্যক্রম চালালে শিক্ষার্থীরা উপকৃত হবে। তদুপরি জেলা প্রশাসনকে বর্তমান উদ্যোগের জন্য সবাই ধন্যবাদ জানায়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন