পু‌লিশ‌কে বিচার কর‌তে হ‌বে তার সা‌র্বিক কর্ম দি‌য়ে : ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 226 দর্শন

 

সেনাবা‌হিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় পুলিশের প‌ক্ষেই  কথা বলেছেন, ঢাকা রে‌ঞ্জের ‌ডিআইজি মো. হা‌বিবুর রহমান বিপিএম(বার) পিপিএম(বার)।

তিনি বলেন, মেজর সিনহা খুন হওয়ার সময় ঘটনাস্থলে ওসি প্রদীপ নয়। ছিল লিয়াকত, কিন্তু মি‌ডিয়ায় প্রদী‌পের নামই বেশি আস‌ছে।

সাংবা‌দিকরা এ ঘটনার বিষ‌য়ে জনগ‌ণের দৃ‌ষ্টি অন্যদি‌কে নি‌য়ে যা‌চ্ছে উল্লেখ ক‌রে ডিআইজি ব‌লেন, তদ‌ন্তের পরই মূল ঘটনা জানা যা‌বে।

সোমবার (৩১ আগস্ট) বি‌কে‌লে কি‌শোরগঞ্জ পু‌লিশ অফি‌সে ওয়ানস্টপ সা‌র্ভিস ডেস্ক উদ্বোধ‌নের পর জেলা পু‌লি‌শের উর্ধ্বতন কর্মকর্তা‌দের উপ‌স্থি‌তি‌তে এক সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এ মন্তব্য ক‌রেন।

ডিউটিতে থাকার সময় পু‌লিশ গু‌লি কর‌তেই পা‌রে উল্লেখ ক‌রে ডিআইজি হা‌বিবুর রহমান ব‌লেন, সে‌টি ঠিক কি প‌রি‌স্থি‌তি‌তে ঘ‌টে‌ছিল তা জানা যা‌বে তদ‌ন্তের পর।

তিনি আরো ব‌লেন, এটি এক‌টি বি‌চ্ছিন্ন ঘটনা। সে‌টি দি‌য়ে পু‌রো পু‌লিশ বা‌হিনীর বিচার করা যা‌বে না। পু‌লিশ‌কে বিচার কর‌তে হ‌বে তার সা‌র্বিক কর্ম দি‌য়ে।

এর আগে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে যোগদেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান। বিশেষ কল্যাণ সভা শেষে রেঞ্জ ডিআইজি কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে রিজার্ভ অফিস,ক্লথিং স্টোর, বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন।

এছাড়াও তিনি পুলিশ লাইন্সের অভ্যন্তরীন পাকা রাস্তা ও ড্রেন এর ভিত্তি প্রস্তর উদ্বোধন, পুলিশ অফিসে ওয়ান স্টপ সার্ভিস ডেস্ক উদ্বোধন সহ পুলিশ লাইন্সে বৃক্ষরোপন, বিশেষ কল্যান সভা, পুলিশ অফিসে মিডিয়া ব্রিফিং ও কিশোরগঞ্জ জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

‌কি‌শোরগ‌ঞ্জের পু‌লিশ সুপার মাশরুকুর রহমান খা‌লেদ, অতিরিক্ত পু‌লিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পু‌লিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত পু‌লিশ সুপার অর্নিবান চৌধ‌ুরী সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা গণ এসময় উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন