জীবন উৎসর্গকারী এএসআই শাহ জামাল হোসেনের পরিবারের পাসে দাঁড়ালেন সাতক্ষীরার এসপি মোস্তাফিজুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 755 দর্শন

 

সাতক্ষীরা জেলার আশাশুনি থানায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্য এএসআই (নিঃ) মোঃ শাহ জামাল হোসেনের শোকার্ত পরিবারের পাসে দাঁড়ালেন সাতক্ষীরার মানবিক পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।

সোমবার সকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্য এএসআই (নিঃ) মোঃ শাহ জামাল হোসেনের শোকার্ত পরিবার কে পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে তার পূত্রের হাতে নগদ অর্থ সহায়তা এবং উপহার সামগ্রী প্রদান করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।এসময় পুলিশ সুপার পিতা হারা শিশু পূত্রের মাথায় হাত দিয়ে বলেন তোমার বাবা রাষ্ট্রের কাজ করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন।তিনি আমাদের বীর শহীদ।বাংলাদেশ পুলিশের গর্ব।তিনি আরো বলেন  সাতক্ষীরা জেলা পুলিশ সব সময় তোমাদের পাসে থাকবে।

প্রাসংঙ্গত : আশাশুনি থানার এএসআই (নিঃ)/২১৬ মোঃ শাহজামাল (বিপি-৮৬০৫০৮১২৮৬) সঙ্গীয় কং/৬৮৩ মোঃ নাজমুছ ছাদাত সহ বুধহাটা বাজার ও আশপাশ এলাকায় রাত্রীকালীন টহল ডিউটির উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে ডিউটি করা কালীন ইং-১০/৯/২০২০ তারিখ ভোর অনুমান ০৪.৪০ ঘটিকার সময় চাঁপড়া ব্রীজের উত্তর পাশে রাস্তার উপর অবৈধভাবে দাড়িয়ে থাকা অতিরিক্ত বাঁশ বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-২২৪৪) এর পিছনের ঝুলন্ত বাঁশের আগায় লাগিয়া বুকের ডান পাশের্ বাঁশের আগা ঢুকিয়া মারাত্মক জখম প্রাপ্ত হয় এবং ফুসফুস ছিদ্র হইয়া শ্বাস-প্রশ্বাস বাধাগ্রস্ত হইতে থাকে। বাম হাতেও মারাত্মক জখম প্রাপ্ত হয়। তাহাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হইতে প্রাথমিক চিকিৎসা শেষে অক্সিজেন দিয়া দ্রুত এ্যাম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার ০৭.১৫ ঘটিকায় তাহাকে মৃত ঘোষনা করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন