বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশন সাতক্ষীরার প্রতিবাদ সভা

দ্বারা zime
০ মন্তব্য 156 দর্শন

 

স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এবং জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখার প্রত্যয়ে পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার কর্মকর্তাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত খুলনা রোড মোড়ে সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত  প্রতিবাদ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-(বার) এঁর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিআইডির পুলিশ সুপার মো:আনিচুর রহমান, সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মো: আসাদুজ্জামান,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, হেড কোয়াটার সার্কেল মো:জিয়াউর রহমান,তালা সার্কেল সিনিয়র এএসপি হুমায়ুন কবির,বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মো:সাইফুল ইসলাম,দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী,বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান,সাতক্ষীরা থানার ওসি আসাদুজ্জামান,জেলা ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী,ট্রাফিক ইন্সপেক্টর হারুণ উর রশিদ,ট্রাফিক ইন্সপেক্টর হাসান মল্লিক, সদর থানার পরিদর্শক তদন্ত বুরহান উদ্দিন,পরিদর্শক অপারেশন বিপ্লব কান্তি মন্ডল,ডিবির পরিদর্শক বাবুল আক্তার সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এ প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশ দেশের মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবার রহমান আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ। জাতির পিতা যদি দেশ স্বাধীন না করতেন তাহলে আমরা এতবড় অফিসার হতে পারতাম না। যারা জাতির পিতাকে অস্বীকার করবে তারা বাংলাদেশের নাগরিক হতে পারে না। বঙ্গবন্ধুর কারনে আমরা পেয়েছি স্বাধীন দেশ, স্বাধীন ভাবে কথা বলা ও চলার অধিকার, কোন অবস্থায় বঙ্গবন্ধুর সম্মান নষ্ট করতে দেওয়া হবে না। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, তাকে বাদ দিলে বাংলাদেশ অস্তিত্ব কল্পনা করা যায় না। কুষ্টিয়ায় যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছেন তারা দেশ ও জাতির শত্র“, এ ঘটনার সাথে জড়িত কোন ভাবে ছাড় দেওয়া হবে না। তার সর্বোচ্চ শাস্তির দাবি করেন বক্তারা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন