খুলনা রেঞ্জের হাবিবুর রহমান কে ডিআইজি র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন আইজিপি

দ্বারা zime
০ মন্তব্য 183 দর্শন

 

পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সদ্য ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত খুলনা রেঞ্জের এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (প্রশাসন ও অর্থ) মোঃ হাবিবুর রহমান বিপিএম সহ ১১ জন অতিরিক্ত ডিআইজি  কে ডিআইজি পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন বাংলাদেশ পুলিশের কিংবদন্তী  ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম(বার)।

বৃহম্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সদ্য ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত ১১ জন অতিরিক্ত ডিআইজি কে ডিআইজি র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ ড.বেনজীর আহমেদ বিপিএম-বার।

 এসময় পদন্নোতি প্রাপ্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দের উদ্যেশ্যে পুলিশ প্রধান বলেন, পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে নিয়মিত জ্ঞান চর্চা করতে হবে। 

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশে আমরা পরিবর্তন নিয়ে আসতে চাই। দুর্নীতি ও মাদকমুক্ত পুলিশ গঠন করতে চাই।

তিনি বলেন, পুলিশি সেবা সারাদেশে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বিট পুলিশিং কার্যক্রম চালু করেছি। জনসেবায় নিয়োজিত পুলিশ সদস্যদের কল্যাণেও বহুবিধ কল্যাণকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সকল পদক্ষেপকে এগিয়ে নিয়ে যেতে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

আইজিপি বলেন, চেইন অব কমান্ড বজায় রাখতে হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে। শৃঙ্খলার সাথে কোন আপোস করা যাবে না।

পরে আইজিপি এবং অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে ডিআইজি পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, মোঃ হাবিবুর রহমান, মহাঃ আশরাফুজ্জামান, এস এম আক্তারুজ্জামান, আমেনা বেগম, মোঃ হায়দার আলী খান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আজাদ মিয়া, মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, আতিক ইসলাম, মোঃ রুহুল আমিন এবং বাসুদেব বনিক।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন