মধ্যরাতে কম্বল নিয়ে বস্তির শীতার্ত মানুষের পাসে সাতক্ষীরার জেলা প্রশাসক

দ্বারা zime
০ মন্তব্য 144 দর্শন

 

শীতার্ত মানুষের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার পৌছে দিয়েছেন সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সুলতানপুর কাজীপাড়ার বস্তিতে আসেন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করতে।এসময় জেলা প্রশাসক প্রায় শতাধিক শীতার্ত ও অসহায় মানুষকে ১টি করে কম্বল বিতরণ করেন। জেলা প্রশাসকের কম্বল পেয়ে শীতার্ত মানুষগুলো চোখে দেখা যায় আনন্দাশ্রু। এ যেনো মেঘ না চাইতে বৃষ্টি।

কম্বল পাওয়া ভ্যান চালক হযরত আলী বলেন,আমি স্ব-পরিবারে কাজী পাড়ার বস্তিতে থাকি। আমার ঘরটি গোলপাতা দিয়ে তৈরি করা। ঘরের দেওয়াল চটা ও বস্তা দিয়ে তৈরি করা। এই শীতে খুব কষ্ট পাচ্ছিলাম। একটি কম্বল আমরা তিন জন গায়ে দিয়ে ঘুমাই।আজ জেলা প্রশাসক আমাদের পরিবারের ৩ সদস্যকে ৩ টি কম্বল দিয়েছেন।আজ থেকে একটু কম শীত লাগবে আমাদের।এসময় হযরত আলী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কম্বল বিতরণ কালে জেলা প্রশাসকের সাথে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যন আলহাজ্জ আসাদুজ্জামান বাবু,সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী,সহকারি কমিশনার ভূমি মো:আসাদুজ্জামান, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজ, জেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আসাদুজ্জামান লিটু,৪ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন,যমুুুুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসান রাজিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন