জয়পুরহাটে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন

দ্বারা zime
০ মন্তব্য 218 দর্শন

 

আজ ০৭ ফেব্রুয়ারি ২০২১ খ্রীঃ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির(পিপিএম)।

উদ্বোধন অনুষ্ঠানে জনগণ কে উদ্বুদ্ধ করতে করতে জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে করোনা প্রতিরোধক টিকা গ্রহণ করেন জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মো: তরিকুল ইসলাম।টিকা গ্রহণ শেষে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন পৃথিবীর বহু দেশের মানুষ এখনো করোনার টিকা পান নি। কিন্তু গরীব দেশ হিসাবে বাংলাদেশ অন্যান্য দেশের আগেই করোনার টিকা পেয়েছেন।যেটি সম্ভব হয়েছে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও যোগ্য নেতৃত্বের কারনে। অতিরিক্ত
পুলিশ সুপার এসময় মাননীয় প্রধান মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন জয়পুর হাটের জেলা প্রশাসক,সিভিল সার্জন,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ তরিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আব্দুস ছালাম,মোঃ সাজ্জাদ হোসেন প্রমূখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন