সাতক্ষীরায় কনস্টেবল নিয়োগ পরীক্ষা-২০২১ এর ২য় দিনের ইভেন্ট অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 881 দর্শন

 

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষা-২০২১ এর ২য় দিনের ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের সুসজ্জিত মাঠে ২য় দিনের ইভেন্ট অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর সভাপতিত্বে গঠিত তিন সদস্যের একটি নিয়োগ বোর্ডের সমন্বয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর ২য় দিনের ইভেন্ট দৌড়, পুশআপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।


এ সময় নিয়োগ বোর্ডের সদস্য পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রেরিত পুলিশ সুপার  এবং অতিরিক্ত পুলিশ সুপার সুপার (অপরাধ ও প্রশাসন) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: ইকবাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুুজ্জামান, বিশেষ শাখার ডিআই-১ মিজানুর রহমান, জেলা ডিবির অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী সহ  সহ সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সব কটি ইভেন্টে যারা বিজয়ী হয়েছেন তাদের উদ্যেশ্য পুলিশ সুপার বলেন, বাংরাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম-বার স্যারের দিক নির্দেশনা মোতাবেক শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে কনস্টবল নিয়োগ করা হবে।তিনি বলেন, কেউ কোন দালাল-বাটপার বা প্রতারকের খপ্পরে পড়বেন না।পুলিশের চাকুরী হবে যোগ্যতায়, কোন তদবীরে নয়।পুলিশ সুপার আরো বলেন,নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন প্রতারণার শিকার হলে তৎক্ষণাৎ আমাকে জানাবেন। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন