সাতক্ষীরা সাইবার ইনভেস্টিগেশন সেলের সফলতা : ৩২ টি হারানো ফোন উদ্ধার

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 265 দর্শন

 

শেখ আরিফুল ইসলাম আশা (নিজস্ব প্রতিবেদক) :  সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ৩২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে সাতক্ষীরা সাইবার ইনভেস্টিগেশন সেল।

সাতক্ষীরায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩২টি মোবাইল ফোন এবং ভুলবশত: অন্যের বিকাশ নাম্বারে চলে যাওয়া ১ লক্ষ ৯১ হাজার টাকার মধ্যে দুই ব্যক্তির কাছ থেকে ৫৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

সোমবার দুপুরে সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের আয়োজনে পুলিশ লাইন্সে উদ্ধারকৃত ৩২টি মোবাইল ফোন ও বিভিন্ন সময়ে বিকাশ এজেন্টের মাধ্যমে খোয়া যাওয়া ৫৭ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

উদ্ধার কৃত হারানো মোবাইল প্রকৃত মালিক দের নিকট হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান (প্রশাসন ও অর্থ) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অফস) কনক কুমার দাস,বিশেষ শাখার ডিআইওয়ান জাহিদ বিন আলম, ডিবির ওসি বাবলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন