সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২২ পালিত

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 171 দর্শন

 

সাতক্ষীরায় র‌্যালি আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২২ পালিত হয়েছে। আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিস কে জানুন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সাতক্ষীরা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডায়াবেটিক এসোসিয়েশনের সাধাঃ সম্পাদক বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ আজিজুর রহমান, অতিঃ জেলা সার্বিক মোঃ রেজা রশিদ, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুশান্ত ঘোষ, সদর থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ মিজানুর রহমান, ডাঃ জয়ন্ত সরকার, সাংবাদিক আব্দুল বারি, এড আব্দুল বারী, এড ওসমান আলী, আলহাজ্ব মেহের আলী, গোলাম আযম, আজিজ হাসান বাবলু, লাসমিন হোসেন, এনডিসি মোঃ মহিউদ্দিন, সরকারি কমিশনার বাপ্পি দত্ত।ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ খালিদ সাইফুল­াহ ও ডাঃ শাকিল হোসেন। এর পূর্বে সকাল ৯ টায় সাতক্ষীরা সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা ডায়াবেটিক হাসপাতালে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে সকল চিকিৎসক ও সদস্য উপস্থিত ছিলেন। উলে­খ্য ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪৮৫ জন রোগী সেবা গ্রহণ করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন