আশাশুনির প্রতাপনগরে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পুলিশিং কমিটির আয়োজনে মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে জনসচেতনতা সৃষ্টিমূলক সমাবেশে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী।এতে  প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো: মমিনুল ইসলাম (পিপিএম)।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মমিনুল ইসলাম বলেন, সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশে আশাশুনি উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস দমনে আশাশুনি থানা পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে। এ জনপদের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরী করা আমাদের মুল দায়িত্ব ।ওসি বলেন,আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয়।এখন মানুষ বিপদে পড়ে ৯৯৯ এ ফোন দিলেই ১০ মিনিটের ভিতরে ঘটনাস্থলে পুলিশ চলে আসে বিপদগ্রস্ত মানুষ কে সাহায্য করার জন্য।তিনি বলেন,আশাশুনি থানায় জিডি/মামলা করতে কোন টাকা লাগেনা।কারো কোন সমস্যা হলে সোজা আমার অফিস কক্ষে চলে আসবেন। আমার দরজা আপনাদের জন্য ২৪ ঘন্টাই খোলা। আমরা জনতার পুলিশ হতে চাই। সেজন্য আপনাদের সহযোগীতা প্রয়োজন।  অনুষ্ঠানে আশাশুনি থানার ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর হোসেন, সংশ্লিষ্ট এলাকার এসআই সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন