
দেবহাটা উপজেলা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধন করা হয়েছে। দেবহাটা উপজেলা বিএনপির আয়োজনে ১৩ মে বিকাল ৫টায় পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আক্তারুল ইসলামের সভাপতিত্বে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম-আহবায়ক তাসকিন আহমেদ চিতশী, যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, বিএনপি নেতা ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা বিএনপির ৫টি ইউনিয়নের সার্চ কমিটির সদস্য যথাক্রমে সাংবাদিক আবু তালেব মোল্যা, মোকলেছুর রহমান মুকুল, শহিদুল ইসলাম জাকির হোসেন, মাসুম বিল্লাহ, কামাল হোসেন, হাসান সরাফী, আলতাফ হোসেন, রফিকুল ইসলাম মন্টু, হাবিবুর রহমান মাসুম, এড. জাহাঙ্গীর কবির বাবু, রুহুল কুদ্দুছ খোকন, অহিদুল ইসলাম, সুমন পারভেজ, মোকলেছুর রহমান, এবাদুল ইসলাম, শওকত আলী গাজী ও রুহুল আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান, যুগ্ম-আহবায়ক আহছানউল্লাহ ডালিম, উপজেলা কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা তাঁতীদলের আহবায়ক হিরন কুমার মন্ডলসহ বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, যারা আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের সময়ে তাদের সাথে থেকে সুফল ভোগী, বিএনপির ক্ষতিকারক, আওয়ামী লীগের পক্ষে ভোট করা, আওয়ামী লীগের মিটিং, মিছিলে অংশগ্রহণ করেছে তাদেরকে সদস্য করা যাবে না। অতিথিরা আরও বলেন, প্রতিটি উপজেলায় স্বচ্ছভাবে প্রথমে ওয়ার্ড পর্যায়ে তারপর ইউনিয়ন ও পরে উপজেলা পর্যায়ে ভোটের বা সমর্থনের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ কমিটি গঠন করা হবে।