ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আশাশুনিতে র‌্যালী ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পাপিয়া আক্তার।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরএমও ডাঃ সউদ বিন খায়রুল আনামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান। এইচএ (স্যানিটারী ইন্সপেক্টরের সহযোগি) মোক্তারুজ্জামান স্বপনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিঃ স্টাফ নার্স স্বপ্না মন্ডল, স্যানিটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবু মুছা, স্বাস্থ্য সহকারী সঞ্জয় কুমার মন্ডল, সিএইচসিপি বজলুর রহমান বাবু, সেলিম রেজা প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন