সদরুল কাদির(শাওন): আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমীন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ আশাশুনি থেকে শোক দিবসের অনুষ্ঠান শেষে সাতক্ষীরায় সরকারি শিশু পরিবার (বালক) এর মিলাদ মাহফিল ও আলোচনায় যোগ দেওয়ার পথে শিশু পরিবারের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। এতে তার পা ভেঙ্গে যায়। শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুর রহমান তাকে দ্রুত সাতক্ষীরা সিবি হাসপাতাল নিয়ে যান এবং সেখানে ভর্তি করেন। জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তার সুস্থতা কামনা করেছেন।

আশাশুনি উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী হূমায়ুন কবীর বলেন, তিনি আশাশুনি সমাজসেবা কার্যালয় এ যোগদানের পর থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছেন। প্রায় ২৬ লাখ টাকার অনুদান দিয়েছেন। তিনি উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে পানির লাইনের ব‍্যবস্থা করেছেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু কর্ণার ও তৈরি করেছেন। তিনি সুদমুক্ত ঋন প্রদান, বাচ্চাদের জন্য খেলার সরঞ্জাম প্রদান, প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার, লাঠিসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করেছেন।

প্রকাশিত সংবাদের বিষয়ে তার অফিসের স্টাফদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে জানা যায় তিনি খুবই অসুস্থ অবস্থায় আছেন। তারা আরোও বলেন সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে ভুয়া বয়স্ক ভাতা ও অন‍্যান‍্য ভাতার কার্ড তৈরির জন্য আমাদের বিভিন্ন মানুষ বিরক্ত করতো। পরে তাদের সেই উদ্দেশ্যে সফল না হ‌ওয়ায় হূমকি দিয়ে চাঁদা দাবি করে আসছিল।
হয়তো এই কারণে তারা এইধরনের সংবাদ প্রকাশ করেছে।

পরবর্তীতে প্রকাশিত সংবাদের বিষয়ে উপজেলা সমাজসেবা কার্যালয় এর অফিস সহকারী আবু তালেব এর সঙ্গে কথা বলে জানা যায় যে, উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমীন খুবই আন্তরিক। তিনি সবাই একটি পরিবার মনে করেন। তিনি কখনো পদমর্যাদার পাওয়ার দেখাননি। তিনি আমাদের সমাজসেবা পরিবারের একজন কর্তা। পরিবারের কর্তা হিসেবে তিনি আমাদের সাথে সবসময় ভালো ব‍্যবহার করেন। প্রতি ঈদে অফিসের সবাইকে ঈদ উপহার দিতে ভুল করেন না। আল্লাহ তায়ালা তার দ্রুত সুস্থতা দান করুন।

জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান জানান, তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পা ভেঙ্গে গেছে। সুমনা শারমীন তার অফিসটাকে সবসময় প্রাণবন্ত রাখার চেষ্টা করেন। তার উপর অর্পিত দায়িত্ব পালনে তিনি খুবই আআন্তরিক । আমি তার দীর্ঘায়ু কামনা করছি।

আর একজন কর্মকর্তা জানান, তিনি আমাদের সাথে মাঝে মাঝে দুষ্টামিও করতেন। তিনি যে একজন অফিসার সেটা আমরা মাঝে মাঝে ভুলে যেতাম। মনে হয় আমাদের পরিবারের সদস্য। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে সেটাই কামনা করছি।

সড়ক দুর্ঘটনায় আহত উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমীনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন