অসিম চক্রবর্তী: ‘অন্যায় করবো না, অন্যায় সইবো না’ – এই মন্ত্রে উজ্জীবিত হওয়ার আহবান জানালেন সাতক্ষীরা জেলার মাননীয় জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান।

লিগ্যাল এইড এর কার্যক্রমকে শুধুমাত্র জেলা বা উপজেলা পর্যায়ে সীমাবদ্ধ না রেখে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ার মানসে লিগ্যাল এইড সাতক্ষীরা এর আয়োজনে সাতক্ষীরা সদর থেকে বহু দূরে মাছের ঘের পরিবেষ্টিত আশাশুনি থানার নিভৃত পল্লী শ্রীউলা ইউনিয়নে লিগ্যাল এইড এর কর্মশালা অনুষ্ঠিত হয়। বরাবরের মত মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় লিগ্যাল এইড এর বার্তা নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার মাননীয় জেলা ও দায়রা জজ ও সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব শেখ মফিজুর রহমান। সহস্রাধিক মানুষের অংশগ্রহণে চমৎকার এই আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং সভাপতিত্ব করেছেন শ্রীউলা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু হেনা সাকিল। লিগ্যাল এইড এর যাবতীয় তথ্য এবং এই কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বর্ণনা প্রদান করেন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত লিগ্যাল এইড কর্মকর্তা
ইয়াসমিন নাহার।
স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সৌন্দর্যমন্ডিত করেছেন। এছাড়া উক্ত কর্মশালায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে লিগ্যাল এইড সাতক্ষীরা এর কার্যক্রমকে উৎসাহজ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি জনাব এ্যাড শাহ আলম, বিজ্ঞ পিপি জনাব এ্যাড আব্দুল লতিফ, বিজ্ঞ জিপি জনাব শম্ভুনাথ সিংহ, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রমুখ।
প্রধান অতিথি জনাব শেখ মফিজুর রহমান মহোদয় তাঁর বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, “অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে ” তাই আসুন আমরা অন্যায় করবো না এবং অন্যের অন্যায় সহ্য করবো না। আপনার প্রতি যদি কেউ অন্যায় করে আর আপনার যদি আইনি সহায়তার প্রয়োজন হয়, তবে আপনি নির্দ্বিধায় জেলা লিগ্যাল অফিসে চলে আসবেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন