চুয়াডাঙ্গায় প্রকাশ্যে গুলি করে ট্রাকচালককে আহত করার ঘটনায় অস্ত্র-গুলি ও ম্যাগাজিনসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১টায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।

গ্রেফতাররা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর পাড়ার শাকের আলি (৩০) ও তার চাচাতো ভাই মামুন (২৮)।

jagonews24

জাহিদুল ইসলাম বলেন, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রকাশ্যে গুলি চালিয়ে সাচ্চু নামে এক ট্রাকচালককে জখম করে গ্রেফতারকৃতরা। ঘটনার পর অভিযান চালিয়ে বাকের নামের অভিযুক্ত একজনকে গ্রেফতার করে। মামলার প্রধান আসামি শাকেরসহ অন্যরা পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে পুলিশ চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুর পাড়ায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য অনুসারে পুলিশ নুরনগর এলাকা থেকে একটি বিদেশি ৭.৬৫ ক্যালিবার পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন উদ্ধার করে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন