আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ঘূর্ণিঝড় ‘ইয়াশ’ এর প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও বানভাসী মানুষের মাঝে জিআর এর চাউল বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

শনিবার বিকালে প্রতাপনগর ইউনিয়নের ভাঙ্গন কবলিত ভানভাসী এলাকা পরিদর্শনকালে তিনি অসহায় মানুষের দুঃখ দূর্দশার কথা শোনেন। এরপর প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ২২৫০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। বিতরণকালে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, প্রায় প্রতিটি দূর্যোগেই উপকুলবর্তী প্রতাপনগর ইউনিয়ন নদী ভাঙ্গনে বার বার প্লাবিত হয়। ইতিমধ্যে বাঁধ মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। অতিদ্রুত বাঁধের নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে তারা আমাকে আশ^স্ত করেছেন। এসময় তিনি ভবিষ্যতে সরকারিভাবে উপকূলবর্তী অঞ্চলে মজবুত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান। চাল বিতরণকালে আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন, পাউবো-২ এর নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রমূখ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন