চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লিখিত পরীক্ষার ফলাফল ও চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে আজ ০৯.০৪.২০২২ খ্রিঃ তারিখ সকাল ১০ ঘটিকায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার চুয়াডাঙ্গা ও চেয়ারম্যান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (পুরুষ /নারী) নিয়োগ পরীক্ষা বোর্ড। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের জন্য ৩১৫জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন এবং তন্মধ্যে ৮২জন (পুরুষ ৮০জন, নারী-০২জন ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়।

চুয়াডাঙ্গা জেলায় নিয়োগ কমিটি শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, মাঠ পর্যায়ের ফিজিক্যাল এন্ডডিউরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও ভাইভা এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে সবচেয়ে ভালো প্রার্থীদের মধ্যে ৩১জন (পুরুষ ২৯জন, নারী-০২ জন) কে কনস্টেবল পদে নিয়োগের লক্ষে চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চুড়ান্ত নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ কালে প্রধান অতিথি পুলিশ সুপার চুয়াডাঙ্গা ও চেয়ারম্যান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (পুরুষ /নারী) নিয়োগ পরীক্ষা বোর্ড, চুয়াডাঙ্গা  মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার জন্য “জনগনের পুলিশ” বিনির্মানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৫ সালের মধ্যে “মধ্যম আয়ের দেশ” এবং ভিশন-২০৪১ পূরণের মাধ্যমে উন্নত বাংলাদেশের উপযোগী করে পুলিশকে গড়ে তোলার প্রত্যয়ে বিদ্যমান কনস্টেবল পদের নিয়োগ আধুনিকায়ন করেছে বাংলাদেশ পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্ববধানে বাংলাদেশ পুলিশের আইকন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এঁর প্রত্যক্ষ উদ্যেগে নিয়োগ পদ্ধতিতে নতুন সব বিষয়াবলী সংযোজন করে একটি সু-সুংহত পদ্ধতি প্রস্তুত করা হয়েছে। সুনির্ধারিত একটি পদ্ধতি অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের সদস্য হতে পারবেন। এ নতুন প্রক্রিয়ায় চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে আপনাদেরকে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসাবে নির্বাচিত করা হয়েছে। আপনারা দেশ মাতৃকার কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবেন। পরিশেষে সকলের সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন  মোঃ জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মেহেরপুর,  আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ঝিনাইদহ, মেডিকেল অফিসার, চুয়াডাঙ্গা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন