দায়িত্ব-কর্তব্যের অবহেলা করা যাবে না : সাতক্ষীরার এসপি মতিউর রহমান সিদ্দিকী

দ্বারা zime
০ মন্তব্য 327 দর্শন

 

সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী তালা থানা পরিদর্শন করেছেন।বৃহম্পতিবার  বিকাল সাড়ে ৩টায় তিনি তালা থানায় গমন করেন।পুলিশ সুপার  মতিউর রহমান থানা চত্বরে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ শেষে থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলামের নেতৃত্বে সালামি প্রদান করা হয়।


এরপর তিনি পুলিশ প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় কালে পুলিশ সুপার বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি, পরিবেশ পরিস্থিতি অনুকূলে আছে। কেউ পরিবেশ ঘোলাটে করতে না পারে সেদিকে সকলকে সজাগ থেকে স্ব স্ব দায়িত্বে সকল অপরাধ কর্মকান্ড শক্ত হাতে দমন করতে হবে।

তিনি বলেন, মনে রাখতে হবে অপরাধীরা সব সময় চেষ্টা করবে, পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করে অপরাধ কর্মকান্ড চালিয়ে যাওয়ার। সেজন্য দায়িত্ব কর্তব্যের অবহেলা করা যাবে না। আন্তরিকভাবে দেশ ও জাতির স্বার্থে কাজ করতে হবে।


পরিদর্শনকালে তালা সার্কেল সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেন,তালা থানার ওসি মো: মোমিনুল ইসলাম,ইন্সপেক্টর তদন্ত, সকল এসআই, এএসআই ও কনস্টেবল গণ উপস্থিত ছিলেন।এছাড়া পুলিশ  সুপারের সফরসঙ্গী হিসাবে  টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন