আবারো দেবহাটা থানা পুলিশের অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল সহ আটক-১

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 232 দর্শন

 

কে এম রেজাউল করিম দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের অভিযানে অভিনব কায়দায় ফেন্সিডিল বহনকালে ১২০ (একশত বিশ) বোতল ফেন্সিডিল সহ আবারো ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ।

থানা পুলিশ জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ’র নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকউদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে , এসআই শেখ মোঃ গোলাম আজম, এএসআই জাহিদুর রহমান, এএসআই শামীম হোসেন। সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন পারুলিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান  চালিয়ে ১২০ (একশত বিশ) বোতল ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ আজগর আলী (৩৭), পিতা-মোঃ রমজান আলী ,স্থায়ী: গ্রাম- চর রহিমপুর উপজেলা/থানা- দেবহাটা, গ্রেফতার করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে ওসি দেবহাটা শেখ ওবায়দুল্লাহ জানান, এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।তিনি আরো জানান, আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছ।

উল্লেখ্য : গত ২০ আগষ্ট ২০২২ খ্রিষ্টাব্দ তারিখ দেবহাটা থানার ওসি শেখ ওাবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা পুলিশ ১১০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করে পুলিশ।প্রায় পনের দিনের মাথায় আবারো ১২০ বোতল ফেন্সিডিল আটক করলো দেবহাটা থানার ওসি শেখ ওাবায়দুল্লাহর নেতৃত্বাধীন টিম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন