আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ০৫ (পাঁচ) টি চোরাই গরু উদ্ধার পূর্বক দুই গরু চোরকে আটক করেছে।
থানা পুলিশের সুত্র জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার)এঁর দিক নির্দেশনা মোতাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল মোঃ শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে এবং আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-২৪/০৭/২০২০ তারিখ এসআই (নিঃ) শরীফ এনামুল হক ও সঙ্গীয় অফিসার এএসআই মোকাদ্দেস হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ০৫ (পাঁচ) টি চোরাই গরু (তালা খলিলনগর হইতে ০২ (দুই) টি এবং আঠারোমাইল হইতে ০৩ (তিন) টি) উদ্ধার পূর্বক আসামী ১. সিরাজুল ইসলাম (৪০), পিতা-মোকছেদ সরদার, সাং-উত্তর নলতা, উত্তর থানা-তালা, ২। মোছাঃ মুক্তি বেগম (৩২), পিতা-কবিরুল মল্লিক, সাং-চাঁদকাটি, উভয় থানা-তালা, জেলা-সাতক্ষীরাদ্বয়কে গরু সহ হাতেনাতে গ্রেফাতর করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশাশুনি থানার সাব-ইন্সপেক্টর শরীফ এনামুল। তিনি এ প্রতিবেদক কে জানান এ সংক্রান্তে থানায় ২০(৭)২০২০ মামলাটি রুজু করা হয়েছে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।