ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়কে পুলিশের অভিযান : ৩৫ টি মোটরসাইকেল জব্দ

দ্বারা zime
০ মন্তব্য 408 দর্শন

 

সাতক্ষীরা শহরে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ঈদের দিন অভিযানে নামে জেলা ট্রাফিক পুলিশ ও সাতক্ষীরা থানা পুলিশ।জেলা ট্রাফিক পুলিশ জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিপিএম-বার এঁর দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খানের তত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন ও জেলা ট্রাফিক পুলিশের টিআই কামরুজ্জামান বকুলের নেতৃত্বে ঈদের দিন সকাল থেকেই শহরের বাইপাস সড়ক,লাবসা মোড়,বাঁকাল ও বিনেরপোতা এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযানে নামে পুলিশ। অভিযানে যেসমস্ত তরুণদের মটর সাইকেলের কোন কাগজপত্র নেই এমন মটর সাইকেল জব্দ করা হয়েছে ৩৫ টি।এর মধ্যে ট্রাফিক পুলিশ জব্দ করেছে ২৩টি মটর সাইকেল আর সাতক্ষীরা থানা পুলিশ জব্দ করেছে ১২টি মটর সাইকেল। এছাড়া ট্রাফিক পুলিশ ৬টি মামলা প্রদান করে মোটরযান আইনে। 

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন জানান,যে সমস্ত কিশোর ছেলে বেপরোয়া মোটরসাইকেল চালিয়েছে, মটর সাইকেলের সাইলেন্সার খুলে ভটভট শব্দ করে শব্দ দূষণ করেছে,যারা অসুস্থ বাইক রেস দিয়েছে এবং যারা মোটরসাইকেলের কোন রেজিষ্ট্রেশন বা কাগজ পত্র দেখা ব্যর্থ হয়েছেন। এমন ১২টি মটর সাইকেল জব্দ করা হয়েছে।ওসি জানান,আগামী কাল আটককৃত মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করে যাদের পেপার্স ঠিক থাকবে সেসব মোটরসাইকেল ছেড়ে দেওয়া হবে।আর যাদের কোন পেপার্স নেই তাদের গাড়ির রেজিষ্ট্রেশনের টাকা সরকারী কোষাগারে জমা দিয়ে জমা স্পিপ দেখিয়ে মোটরসাইকেল নিয়ে যেতে হবে।তবে যেসব মোটরসাইকেল কিস্তিতে নেওয়া এখনো কিস্তি পরিশোধ হয়নি তাদের ক্ষেত্রে মানবিক কারনে আইন শিথিল করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন