চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 194 দর্শন

 

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে পুলিশ সুপারের কার্যালয় অবস্থিত কনফারেন্স রুমে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা এঁর সভাপতিত্বে মার্চ/২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় প্রত্যেক থানার অফিসার ইনচার্জদের থানাধীন এলাকায় ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন রণপাহারা ডিউটি, অজ্ঞানপার্টি গ্রেফতার, ভাড়াটিয়ার তথ্য পূরণ ও আইন- শৃঙ্খলা রক্ষাসহ অপ্রীতিকর ঘটনা রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, ভাড়াটিয়ার তথ্য পূরণ, মামলা নিষ্পত্তি এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন। সকল অফিসার- ফোর্সদের অধিক মনোযোগ সহকারে অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের আহ্বান জানান। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশী টহলসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার নির্দেশ প্রদান করেন।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন  আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),  মোঃ মুন্না বিশ্বাস, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), সহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসারগন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন