জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত।।

দ্বারা zime
০ মন্তব্য 224 দর্শন

 

তারিক ইসলাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২১ আগষ্ট) বিকেলে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় শোক দিবসের এই অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জ এর ডিঅাইজি হাবিবুর রহমান (বিপিএম বার, পিপিএম বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার কুমার জোয়ারদার (বিপিএম (বার), পিপিএম) এর সভাপতিত্বে অনুুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তাফা মিয়া, সেক্টর কমান্ডারস ফোরাম ৭১ নরসিংদী জেলার সভাপতি আব্দুল মোতালিব পাঠান, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ড. মশিউর রহমান মৃধা। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গৌরবময় ভূমিকা ও বিভিন্ন অনুপ্রেরণামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বাংলাদেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে বলে মতামত ব্যক্ত করেন বক্তারা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন