ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিট পুলিশিং কার্যক্রমের বিকল্প নাই : চুয়াডাঙ্গার এসপি জাহিদুল

দ্বারা zime
০ মন্তব্য 194 দর্শন

 

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে বিট অফিসার্স ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি”

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে গত ২২আগষ্ট ২০২১ খ্রিঃ তারিখ বিকাল ১৫:০০ ঘটিকার সময় পুলিশ লাইন্স ড্রিলশেডে মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এর সভাপতিত্বে চুয়াডাঙ্গা জেলার বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিট অফিসার্স ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত বিট অফিসার্স ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম।

এসময় পুলিশ সুপার বিট রেজিস্টার পরীক্ষা করেন এবং বিট অফিসারদের তাৎক্ষণিক পুরস্কার প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার  বলেন, করোনা অতিমারীর কারণে বিট পুলিশিং কার্যক্রম কিছুটা রহিত ছিল। চুয়াডাঙ্গা জেলার ৫৩টি বিট অফিসারদের নব উদ্যমে একযোগে কাজ করতে হবে।তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম-বার মহোদয়ের নির্দেশে চুয়াডাঙ্গার  পুলিশ হবে জনগণের পুলিশ।জনগণের সাথে পুলিশের দুরত্ব কমিয়ে আনা হবে বিট পুলিশিংয়ের মাধ্যমে।   

এসপি জাহিদ বলেন,ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিট পুলিশিং কার্যক্রমের বিকল্প নাই। বিট অফিসারদের স্ব স্ব এলাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ করতে হবে। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রত্যেক এলাকায় নিয়মিত পুলিশিং কার্যক্রম জোরদার করতে হবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে সতর্কবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

উক্ত বিট অফিসার্স ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)  মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর)  কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার  সাজিদ হোসেন সকল থানার অফিসার ইনচার্জ ও বিট অফিসারগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন