ন্যায়-নীতি ও আদর্শ নিয়ে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন,সিনিয়র সার্কেল এএসপি মেহেদী হাসান!!

দ্বারা zime
০ মন্তব্য 755 দর্শন

★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
পুলিশ নাম শুনলেই সাধারনত জনগনের মাঝে এক অন্যরকম ভয় কাজ করে।তবে অপরাধীদের জন্য ভয় লাগা স্বাভাবিক।তবে আজ এমন একটা পুলিশ অফিসারের নাম বলবো যাকে দেখলে এলাকার মানুষ শ্রদ্ধা করে, ভক্তি করে ও অন্তর থেকে ভালবাসে।গভীর রাতে যখন নড়াইলের মানুষজন ঘুমান,ঠিক তখন ই তিনি গাড়িতে চড়ে শহরের মানুষের নিরাপর্ত্তা নিঃশ্চিত করেন।তিনি আর কেহ নন,তিনি অতি পরিচিত একটি মুখ।তিনি কুষ্টিয়ার কৃতি সন্তান ও নড়াইলের কার্লিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃমেহেদী হাসান।একজন ব্যতিক্রমধর্মী পুলিশ অফিসার হিসাবে তিনি অত্যান্ত সুনামের সহিত তিনি নড়াইলের কালিয়া ও সদর সার্কেলের দায়িত্ব পালন করছেন।
নড়াইল সদর ও কালিয়াতে আইন-শৃংঙ্খলা রক্ষায় অপরাধ দমনে এবং পুলিশ পেশা দারিত্বে অত্যন্ত গৌরবোজ্জল ভুমিকা পালন করে চলেছেন।তিনি সকল ক্ষেত্রে চরম ধৈয্যে,নিষ্ঠা ও দেশ প্রেমে উদ্ভূদ্ধ হওয়ার কারনে নড়াইল জেলার সকল মহলে তিনি প্রশংসিত হয়েছেন।কালিয়া এলাকায় মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষনা করেছেন।সম্প্রতি নড়াইলে কয়েকটি বড় ইয়াবার চালান আটক করে তিনি দৈনিক করতোয়া প্রতিকায় প্রশংসিত হয়েছিলেন।
নড়াইল জেলার আন্ত জেলা মটরসাইকেল চোরের সিন্ডিকেটের সক্রিয় চক্র সহ ৪ টি মটর সাইকেল উদ্ধার করে তিনি সমাজের সুধিজনদের কাছে প্রশংসিত হয়েছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে তিনি কয়েকটি মেয়েকে বাল্য বিবাহ এর হাত থেকে রক্ষা করেছিলেন।
নড়াইল সদর থানার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বলেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান স্যারের সাথে দেখা করতে কোন অনুমতি লাগেনা।যখন ই মানুষ বিপদে পড়েন,তখন ই ফোন করলে তিনি রাত ২ টা বাজলেও বাসা থেকে চলে আসেন বিপদের বন্ধু হিসাবে।তিনি আরো বলেন,অনেক মেধাবী গরীব ছাত্র-ছাত্রী দের কে এই মহৎ মনের পুলিশ অফিসার মাঝে মধ্যে বই কিনে দেন বলে জনস্রুতি রয়েছে।

নড়াইল সদর থানার ওসি বলেন,সিনিয়র সার্কেল মেহেদী স্যারের মত নরম প্রকৃতির পুলিশ অফিসার আমি আমার চাকুরী জীবনে খুবই কম দেখেছি।তাঁর অফিসে কেউ সাহায্য নিতে গেলে তিনি খালি হাতে ফিরিয়ে দেন না।নড়াইল গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আমিনুজ্জামান বলেন,সার্কেল মেহেদী স্যার একজন অমাইক ভাল মনের মানুষ।ন্যায়-নীতি ও আদর্শের অন্য নাম সার্কেল মেহেদি।তিনি আরো বলেন,আমি অত্যান্ত সৌভাগ্যবান যে এমন মহৎ মনের অফিসারের সান্নিধ্যে কাজ করার সুযোগ পেয়েছি।
পরিশেষে বলা যায়,পুলিশ যে জনগনের বন্ধু, তার বাস্তব উদাহরন হলো সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মেহেদী হাসান।জনপ্রতিনিধি দের ন্যায়,খুব অল্প দিনের ভিতরে তিনি তাঁর কর্মদক্ষতা, সততা ও ন্যায়-নীতি নিয়ে নড়াইল জেলার সকল স্থরের মানুষের মন জ্বয় করে নিয়েছেন। ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক কণ্যার পিতা।তাঁর বাবা একজন বীর মুক্তি যোদ্ধা ও সাবেক পুলিশ অফিসার ছিলেন।তাঁরা দুই ভাই ই বিসিএস কর্মকর্তা।একজন পুলিশ ক্যাডারে ও অন্যজন স্বাস্থ্য ক্যাডারের শিশু কনসালটেন্ট হিসাবে রাজধানীর একটি সরকারী মেডিকেল কলেজ & হাসপাতালে সুনামের সহিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন