হৃদয়ের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের সাংস্কৃতিক অনুষ্ঠান

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 425 দর্শন

 

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে পদ্মা সেতুর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান স্মরণীয় রাখতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।।

সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সার্বিক তত্বাবধায়নে গতকাল সন্ধার পর সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার মঞ্চ কাঁপান জাতীয় ও স্থানীয় শিল্পীরা। চ্যানেল আই এর সেরা শিল্পী আশিক হেলে দুলে বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন ভঙ্গিতে গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করান। তার গানে মুহুর্মুহু তালি পরিলক্ষিত হয়। মাঝে মাঝে দর্শকদের হই হট্টগোল ছিল বেশ দর্শনীয়।

সাতক্ষীরার শিল্পী আবু আফ্ফান রোজ বাবু, শামীমা পারভীন রত্না,  চৈতালী মুখার্জী, সুস্মিতা মুখার্জি, মনির ইসলাম সহ বহু শিল্পীর মনোমুগ্ধকর গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের মন মাতান।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল­াহ আল হাদী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সড়কের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন, সার্বিক অতিঃ জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, অতিঃ জেলা প্রশাসক রাজস্ব মোঃ তানজিলুর রহমান, অতিঃ পুলিশ সুপার Admin & Finance  সজীব খান, , জনস্বাস্থ্য প্রকৌশল এর নির্বাহী পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, জেলা সমবায় অফিসার খন্দকার মনিরুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার কনক কুমার পাস, সদর সার্কেল অতিরিক্ত  পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নিবার্হী নাজিম উদ্দিন, সিনিয়র সহকারী কমিশনার কৃষ্ণা রায়, এনডিসি মোঃ মহিউদ্দিন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, বিআরটিএ সহকারী পরিচালক মোঃ ওয়াজেদ হোসেন, বিসিকের উপ-ব্যবস্থাপক গোলাম সাকলাইন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক,সদর থানর অফিসার ইনচার্জ স ম কাইয়ুম  সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর  নেতৃত্বে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আতশবাজির প্রদর্শণী করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাঃ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন