পবিত্র ঈদুল আযহা ও সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়

দ্বারা zime
০ মন্তব্য 197 দর্শন

 

সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি,আসন্ন পবিত্র ঈদুল আযহা, পশুর হাট এবং হজ্জ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ মে) বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।

এ সময় পুলিশ সুপার ঈদুল আজহা উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে গবাদি পশু ক্রয়-বিক্রয়, চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন, জাল নোটের ব্যবহার রোধ,পুলিশের মানি স্কট সার্ভিস এবং পশুহাটের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে দায়িত্বরত সরকারি, বেসরকারি অন্যান্য সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

মতবিনিময় সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃআমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস.এম জামিল আহমেদ,সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃসাজ্জাদ হোসেন, ডিআইও-১, ইয়াছিন আলম চৌধুরী, সাতক্ষীরা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাঃ মুস্তাফিজুর রহমান,টিআই এডমিন শ্যামল কুমার চৌধুরী  সহ সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন