ফিরে এসো — হিমাদ্রি বসু

দ্বারা zime
০ মন্তব্য 209 দর্শন

 

© ফিরে এসো
………….হিমাদ্রি বসু, ১৫/৬/২০২০ খ্রিস্টাব্দ

একা বাঁচা ভাল কথা নয়। কিছুতেই সত্য নয়
একা একা ভাল থাকা,
পুঁজি ও সীমানা প্রাচীর ধ্রুব নয়, সত্য নয়
ভিনদেশী কুকুর পাহারা।

ভালবাসার মানুষেরা,
তুমি তাকিয়ে আছো সত্যি, তুমি দেখছো না।
গভীরে তাকাও চেতনার সন্ধানী চোখে
দেখো, দৃশ্যমান উজ্জলতা
সে এক মরীচিকা
এবং তার অন্তরালে লুকায়িত
অনাদিকালের এক সত্যলিপি,
বর্ণবিন্যাসে যার অন্য রঙ, যা এক অর্থময়
চিরঅমর ধ্রুপদী সত্যকথন —
মানুষের জীবন সত্য, সত্য তার বিনাশ
কাঠের লাঙল মিথ্যে নয়, মিথ্যে নয় চাকা
ও আমাদের অরণ্যজীবন,
সময় এক অদম্য রাজহাঁস, ঠিকঠাক গিলে নেয়
প্রাসাদ রাজ্য মুকুট সবকিছু,
জেনো, যা আছে তা ছিলনা কখনো এবং তা অচিরেই ধুলো হবে নিশ্চিত ।
মানুষের জন্য সত্য মাটি ও জল , সত্য আগুন
আকাশ এবং তার বৃষ্টিধারা।
আর সত্য মানুষের জন্য মানুষ, ভালবাসায়
পূর্ণ হৃদয়।

ফিরে এসো ভালবাসার মানুষেরা।
অনন্ত সবুজে এসো, বিপাসা নদীর ধারে
আদিগন্ত ঘাসে, যূথবদ্ধ অমল জীবনে এসো
এসো ফিরে সেই মাটি ও জলে, এসো ফিরে
জোস্না-উঠোনে আর
চিরচেনা নির্মল আকাশতলে।

লেখক : কবি শাহরিয়ার হাসান, পরিদর্শক (তদন্ত), বানিয়াচং থানা, হবিগঞ্জ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন