সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরার সাংস্কৃতিক সমাবেশ

দ্বারা zime
০ মন্তব্য 126 দর্শন

 

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২৭ জানুয়ারি ২০২৩ সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সার্বিক আয়োজনে জোটের সভাপতি আবু আফ্ফান রোজবাবু’র সভাপতিত্বে সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মুক্ত চত্ত্বরে ‘মুক্তিযুদ্ধের আদর্শ ও বাহাত্তরের সংবিধানের চার মূলনীতির পূর্ণ বাস্তবায়নে এবং সকল অপশক্তি প্রতিরোধের লক্ষ্যে “চাই সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক ‘সাংস্কৃতিক সমাবেশ’ সমগ্র দেশের ৬৪টি জেলার ন্যায় সাতক্ষীরা জেলার শিল্পী কলাকুশলী সাহিত্যিকদের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

বক্তাবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও আদর্শ বাস্তবায়ন, বাহাত্তরের সংবিধানের চার মূলনীতির পূর্ণ বাস্তবায়ন এবং সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

সমাবেশে বক্তব্য রাখেন, জোটের সাধারণ সম্পাদক শামীমা পারভীন রত্না, সহ-সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন, সাংগঠনিক সম্পাদক নাহিদা পারভীন পান্না, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য মনজুরুল হক, বর্ণমালা একাডেমির লিটন সিকদার, লিনেট ফাইন আর্টস একাডেমির কেডি কর্ণ, জেলা শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক শ্যামল সরকার, কবি ও আবৃত্তিশিল্পী রতন, সংগীতশিল্পী প্রতিমা ব্যানার্জী, জাগ্রত সাতক্ষীরার রুহুল আমিন ময়না, ফানুস নাট্যগোষ্ঠীর ইমন চৌধুরী, সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর প্রবাল, শিল্পায়ন সংগীত একাডেমির আসাদ, সংগীতশিল্পী রিমি প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন