সাতক্ষীরার তালাসহ উপকুলীয় লবনাক্ত ঘেরে এখন দোল খাচ্ছে পাকা সোনালী ধান

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 212 দর্শন

 

 

সিনিয়র সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন:  যে লবনাক্ত ঘেরে এখন আগের মতো আশানুরুপ মাছ হয় না। সেই ঘেরে এখন চাষী মন আলো করে দোল খাচ্ছে পাকা সোনালী ফসল। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইউন্সিটিউট-বিনা সাতক্ষীরা উপ-কেন্দ্র আয়োজিত মাঠ দিবসে কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সামনে দৃশ্যমান হলো সেই মনোরম দৃশ্য। বিনা-১০ ধানের মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিনা’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আকতার। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম।


আলোচনা করেন, কৃষক অরবিন্দ সরকার সহ কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকবৃন্দ। অনুষ্ঠানে সফল কৃষক ও কৃষাণীর হাতে পুরস্কার তুলে দেন বিনা সাতক্ষীরা উপ-কেন্দ্র। বুধবার বিকাল চারটায় তালার খেশরা হরিণখোলা এলাকার কৃষকরা ১৫-১৬ ডিএস মাত্রার লোনা জমিতে বিনা ধান-১০ চাষাবাদ করে সফল হওয়ায় উচ্ছাস প্রকাশ করেন।
বিনা’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আকতার বলেন, বিনা উপকুলের সকল পতিত জমিতে সফল চাষাবাদ ও  চাষীকুলকে আর্থিক ভাবে স্বাবলম্বী করার জন্য কাজ করছে এবং করে যাবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম বলেন, দূর্যোগপ্রবণ সাতক্ষীরার উপকুলে বিনা ধান-১০ সফল চাষাবাদ এ এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন