সাতক্ষীরায় মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 322 দর্শন

 

মীর আবুবকর : মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ২০২২ প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ওসমানী স্মৃতি মিলনায়তনে ও সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল বেলা ১১টায় সভা অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ফজিলাতু নেছা ইন্দিরা এমপি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আকম মোজাম্মেল হক এমপি, তিনি বলেন, রাষ্ট্রের সকল কর্মকাণ্ডে নারীদের ভূমিকা রয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে পুরুষদের পাশাপাশি নারীরাও যুদ্ধ করেছিল দেশকে স্বাধীন করতে। যারা বাড়ি ছিলেন তাদের স্বামীসহ আত্মীয়-স্বজনদের যুদ্ধের জন্য উৎসাহিত করেছিলেন। জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গবন্ধুকে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন। বর্তমান সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরে নারীরা সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডঃ আনোয়ার হোসেন হাওলাদার। সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আজম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোশ সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকি, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক জোৎ¯œাআরা, মহিলা নেত্রী জোৎনা দত্ত, জেলা শিশু অধিদপ্তর রফিকুল ইসলাম। সাতক্ষীরা মহিলা মুক্তিযোদ্ধা সম্মাননা পেয়েছেন, তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের কাজী রোজী, দেবহাটা কুলিয়া গ্রামের মোছাঃ সোনা, একই উপজেলার গরানবাড়িয়া গ্রামের ছফুরা খাতুন, সদরের আগরদাড়ী বাশঘাটা গ্রামের রাজিদা বেগম, শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের তুলশি চন্দ্রনী রায়। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন