স্টোরকিপার দের আরো সতর্ক থাকতে বল্লেন ডিডিএফপি রওশন আরা জামান

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 342 দর্শন

স্টোরকিপার দের আরো সতর্ক থাকতে বলেছেন সাাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনার ডেপুটি ডাইরেক্টর  রওশন আরা জামান।তিনি বলেন,,কোন অবস্থায় সরকারি সম্পত্তি র তছনস করা যাবেনা। স্টোরের মজুদ মালামালের তালিকা করে স্টোরের দেওয়ালে টানিয়ে রাখতে হবে। তিনি বলেন,মাসের নিদিষ্ট দিনে মালামাল দেওয়ার পর সাথে সাথে স্টোর সিলগালা করে দিতে হবে এবং সংশ্লিষ্ট পরিবার পরিকল্পনা অফিসার সিলগালার উপরে স্বাক্ষর করবেন।তিনি বলেন,স্বাস্থ্য বিধি মেনে তারপর মালামাল বিতরণ করতে হবে।  বৃহম্পতিবার বেলা বারোটার দিকে তিনি সাাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের স্টোর পরিদর্শন কালে এসব কথা বলেন।

পরিদর্শন কালে সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুস সেলিম, মেডিকেল অফিসার এমএওএমসিএইচ -এফপি ডা.জয়ব্রত ঘোষ ও ইউএফপিএ(ষ্টোর) মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন