প্রতিদিন চার শতাধিক পরিবারের মাঝে দুপুরের খাদ্য বিতরণ করছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাতক্ষীরা

দ্বারা zime
০ মন্তব্য 392 দর্শন

 

করোনা পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরায় কর্মহীন অসহায় ও দুঃস্থ মানুষকে ঘরে রাখতে প্রতিদিন চার শতাধিক পরিবারের মাঝে দুপুরের খাদ্য বিতরন করছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাতক্ষীরা ও জনপ্রিয় নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরা। সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ড ও সদর উপজেলার ৪টি ইউনিয়নে তারা এ খাদ্য বিতরন করছেন।

আগামী ২৪ এপ্রিল পবিত্র রমজানের আগের দিন পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সম্পাদক ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমাস মাসুম। তিনি আরো জানান, রমজান মাসে তাদের নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। ইতিমধ্যে তার এই খাদ্য কর্মসুচিকে ধন্যবাদ জানিয়ে শহরের পলাশপোল এলাকায় যেখানে এই খাদ্য রান্না করা হয় সেখানে পরিদর্শন করেছেন, সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন