সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 741 দর্শন

 

সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের উন্নয়নে কার্যনির্বাহী পরিষদ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা সাংস্কৃতিক পরিষদের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি শেখ নুরুল হক, মো. শহীদুর রহমান, যুগ্ম সম্পাদক আবু আফফান রোজবাবু, অর্থ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, প্রচার সম্পাদক সাইদুর রহমান শাহীন, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান ছট্রু, নাট্য সম্পাদক শামীম পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদক মনিরা হায়দার, কার্যনির্বাহী সদস্য ছাইফুল করিম সাবু, শেখ হারুন উর রশীদ প্রমুখ। মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও জেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরকে নবগঠিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বক্তারা সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা সাংস্কৃতিক পরিষদের অবকাঠামোগত উন্নয়নে বিস্তারিত আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) বাপ্পী দত্ত রনি, অধ্যাপক মোজাম্মেল হোসেন, যুবলীগ নেতা মিজানুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ। মতবিনিময় সভার পূর্বে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুসহ নেতৃবৃন্দ জেলা সাংস্কৃতিক পরিষদের অধিনস্থ লাবণী সিমেনা হল ও মার্কেট পরিদর্শন করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন