এক অনন্য অসাধারণ পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর তারেক ফয়সাল ইবনে আজিজ

দ্বারা zime
০ মন্তব্য 841 দর্শন

 

সমাজে সব পেশায় এমন কিছু মানুষ থাকে যাদের কর্মকান্ডে সমাজের মানুষ উপকৃত হয়। আমরা সে সব গুনী মানুষ দের ততটা সামনে আনিনা। তাদের উত্তম  কর্মকান্ড গুলো আমরা তুলে ধরিনা। যার ফলে সে সব মানুষ গুলো থেকে যায় পর্দার আড়ালে।আমরা আজ সন্ধান পেয়েছি তেমন একজন পরিদর্শক পদমর্যাদার পুলিশ অফিসার কে।তিনি সাতক্ষীরা থানার ইন্সপেক্টর(অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ।

খুব ভদ্র ও ঠান্ডা প্রকৃতির একজন পুলিশ অফিসার তিনি।নিজের পেশাগত দায়িত্বের প্রতি তিনি ভিষণ আন্তরিক।খুব সহজেই তিনি ধৈয্য হারান না।আবার খুব একটা লোভ লালোসা ও নেই তার।মানুষ কে তার কাঙ্খিত সেবা টি দেওয়ার চেষ্টা করেন ইন্সপেক্টর তারেক ফয়সাল ইবনে আজিজ।

সাতক্ষীরা থানার ইটাগাছা ফাঁড়ির আইসি হিসাবে, সাতক্ষীরা সদর ফাঁড়ির আইসি হিসাবে তিনি বেশ কিছু দিন কর্মরত ছিলেন।কিন্তু কেউ কখনো তার নামে বদনাম করতে পারেন নি।তিনি সাতক্ষীরা থানার ইন্সপেক্টর (অপারেশন) পদে  বেশ সুনাম ও দক্ষতার সহিত চাকুরী করে যাচ্ছেন।সাংবাদিক রা তাকে বিভিন্ন সময়ে ফোন করে তথ্য চাইলে তিনি কখনো বিরক্তবোধ করেন না।আবার অপরাধীদের প্রতি তিনি সব সময় কঠোরতা দেখান।অপরাধী যে দলের হোক আর যত ক্ষমতাধর লোক হোক, ইন্সপেক্টর তারেক ফয়সাল ইবনে আজিজ তাদের কে ছাড় দেন না।সাতক্ষীরা থানার বহু ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করে তিনি অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন। আবার সাইবার অপরাধ দমনে তিনি বেশ পারদর্শী।সিনিয়র অফিসার দের প্রতি তিনি খুব শ্রদ্ধাশীল।ধনী-গরীব, শিশু-বৃদ্ধ তার কক্ষে সেবা নিতে যাওয়া প্রত্যেক কে তিনি মুল্যায়ন করেন।থানায় সেবা নিতে যাওয়া মানুষদের সাথে তিনি হাসি মুখে কথা বলেন।শতভাগ উপকার করতে না পারলেও তিনি ভুক্তভোগী কে সঠিক পরামর্শ প্রদান করেন।

ইন্সপেক্টর তারেক ফয়সাল ইবনে আজিজের সব চাইতে বড় গুণ তিনি আদালতে বিচারাধীন কোন বিষয়ে হস্তক্ষেপ করেন না।কোন রকম ভূমিদস্যু, আস্তান-মাস্তান,দালাল প্রকৃতির মানুষ দের কোন রকম পাত্তা দেন না।নিজের ব্যক্তিত্ব ও পার্সোনালিটি নিয়ে তিনি পেশাগত দায়িত্ব পালন করেন। অনেকে আছেন মুখে এক রকম বলেন আবার কাজের সময় অন্য রকম করেন কিন্তু ইন্সপেক্টর তারেক ফয়সাল ইবনে আজিজ যেটা মুখ দিয়ে যেটা বলেন, সেটাই বাস্তবে  করেন।তাতে  বিপক্ষ পাটি যদি বড় অংকের টাকার অফার দেন, তাতেও কোন কাজ হবেনা।এমন আদর্শবান পুলিশ অফিসার ইন্সপেক্টর তারেক ফয়সাল ইবনে আজিজ।

সমাজে ইন্সপেক্টর তারেক ফয়সাল ইবনে আজিজের মত যারা সৎ,দক্ষ ও ন্যায়-নীতি বান পুলিশ অফিসার আছেন আমরা যদি তাদের ভালো কাজ গুলোর মুল্যায়ন করি, সমাজে তুলে ধরি, তাহলে তারা আরো আন্তরিক ভাবে কাজ করার অনুপ্রেরণা পাবেন।

তারেক ফয়সাল ইবনে আজিজ ২০১০ সালে আউট সাইট ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরে এসআই হিসাবে  যশোর কোতয়ালী থানা, কুষ্টিয়া সদর থানায় চাকুরী করেন।পরে  পদন্নোতি পেয়ে ২০১৯ সালে তিনি ইন্সপেক্টর হন।পরে তিনি সাতক্ষীরা জেলার সদর ফাড়ি. ইটাগাছা ফাঁড়ি সুনাম ও দক্ষতার সহিত চাকুরি করেন।বর্তমানে তিনি সাতক্ষীরা থানার ইন্সপেক্টর অপারেশন পদে কর্মরত আছেন।

তারেক ফয়সাল ইবনে আজিজ ঝিনাইদহ শৈলোকুপার এক সম্ভান্ত মুসলিম পরিবারের  এম আজিজ সাহেবের ছেলে।ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও ২ কন্যা সন্তানের জনক।

-প্রেস বিঞ্জপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন