UN Women ও BPWN এর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত।।

দ্বারা zime
০ মন্তব্য 368 দর্শন

 

২৮ এপ্রিল ২০১৯ খ্রি. পুলিশ হেডকোয়ার্টার্সে UN Women এর Country Representatives Ms. Shoko Ishikawa ও Ms. Jane Townley, Ex-President of IAWP সহ একটি প্রতিনিধি দল UN Women কর্তৃক এক বিশেষ কর্মশালা “Creating a strategy & action Plan for BPWN to take things forward” এর আয়োজন করেন। কর্মশালায় BPWN এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও বাংলাদেশ পুলিশের নারী কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

উক্ত কর্মশালায় পুলিশি কর্মক্ষেত্রে নারী পুলিশের ভূমিকা, পেশাদারিত্ব কর্তব্যবোধ ও বৈষম্য প্রতিরোধে করনীয় সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। এ পেশায় নারীদের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা সংক্রান্তে এবং প্রতিবন্ধকতা উত্তরণে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। দেশে ও বর্হিঃবিশ্বে বাংলাদেশ নারী পুলিশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাওয়ায় প্রতিনিধি দলটি বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন BPWN এর সভাপতি অতিঃ কমিশনার, সিএমপি জনাব আমেনা বেগম, বিপিএম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব শামীমা বেগম, পিপিএম, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
সূত্র:PHQ MEDIA, 29 APRIL 2019.





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন