ঘূর্ণিঝড় বুলবুল আক্রান্ত মানুষদের পাসে দাঁড়ালেন সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন।।

দ্বারা zime
০ মন্তব্য 303 দর্শন

 

ঘূর্ণিঝড় বুলবুল উপদ্রুত এলাকা মাছখোলা নদী সংলগ্ন এলাকা এবং সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে এল্লাচর নদীর তীরবর্তী এলাকায় ঘূর্ণিঝড় দুর্গত জনগণের খোঁজ খবর নিতে এবং ত্রাণ বিতরণ করতে যান সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও সাতক্ষীরা সদর উপজেলার  বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।

সূত্র জানায়, শনিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর নেতৃত্বে  ধুলিহর সুপারীঘাটা নদীর কিনারায় অবস্থিত ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৬০০ জন কে উদ্ধার করে আশ্রায়ন কেন্দ্রে রেখে তাদের নিরাপদ বাসস্থান নিশ্চিত করেন।

সূত্র আরো জানায়,ধুলিহর ও ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের কয়েকটি স্কুলে এসব মানুষদের থাকার জায়গা করে দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের সমন্বিত টিম।উদ্ধারকৃত মানুষদের মাঝে শুকনা খাবার, বিশুদ্ধ পানি,চিড়া,মুড়ি,খাওয়ার স্যালাইন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।

সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনেের বিশ্বস্ত সূত্র জানায়,সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শনিবার ভোর বেলা থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং দুর্গতদের মাঝে শুকনো খাবার চিড়া, মুড়ি, গুড় বিতরণ করেন।আগামীকাল সকালে আশ্রয়কেন্দ্রে অবস্থিত প্রায় ৬০০ মানুষের জন্য খিচুড়ি রান্না করার কাজ চলছে রাত পার হলেই দুর্গতদের মাঝে সকাল বেলা খিচুড়ি পৌছে যাবে বলে জানিয়েছেন সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।

ত্রাণ বিতরণ কালে  এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক,কৃষি অফিসার আমজেদ হোসেন,ফিংড়ির চেয়ারম্যান সামছুর রহমান, ধুলিহরের চেয়ারম্যান,ব্রক্ষ্মরাজপুরের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট এলাকার ট্যাগ অফিসারগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন