জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাতক্ষীরা জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

দ্বারা zime
০ মন্তব্য 225 দর্শন

 

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬-তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগষ্ট ২০২১খ্রিষ্ট্রাব্দ  তারিখ সকাল ৮.৩০ ঘটিকায় সাতক্ষীরা জেলার খুলনা রোড মোড়ে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল বেদীতে জেলা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।

শ্রদ্ধা নিবেদন শেষে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার ,সিআইডি সাতক্ষীরার পুলিশ সুপার , পিবিআই সাতক্ষীরার এডিশনাল এসপি , RAB সাতক্ষীরার ক্যাম্প কমান্ডার জাতির পিতার প্রতিকৃতি শ্রদ্ধা নিবেন করেন। এসময় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজিব খান,অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার ইকবাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুুপার সদর সার্কেল মো:শামসুল হক, ডিএসবির সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম,জেলা ট্রাফিক বিভাগের টিআই কমরুজ্জামান বকুল,ডিআই-১ মিজানুর রহমান,

সদর ওসি দেলোয়ার হুসেন,ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী,ট্রাফিক ইন্সপেক্টর টেঙ্গু টু হাসান মল্লিক,সদর থানার ইন্সপেক্টর তদন্ত বাবুল আক্তার,ইন্সপেক্টর অপারেশন মাছুম খান,ইন্সপেক্টর (ইন্সেলিজেন্স) বিশ্বজিৎ কুমার, ডিবির পরিদর্শক জহিরুল ইসলাম,ডিবির পরিদর্শক মামুন সিদ্দিক সাতক্ষীরা থানার সেকেন্ড অফিসার মানিক সাহ্ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এর আগে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর নেতৃত্বে পুলিশ লাইন্স থেকে একটি শোক র্্যালি বের হয়ে খুলনা রোড মোড়ে এসে মিলিত হয়।পরে সেখানে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর মুরালে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা পুলিশ। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন