দেবহাটায় অতিরিক্ত যাত্রী বহনকালে পরিবহন চালককে জরিমানা

দ্বারা zime
০ মন্তব্য 211 দর্শন

 

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো : দেবহাটায় অতিরিক্ত যাত্রী বহনকালে ভ্রাম্যমান আদালতে পরিবহনে জরিমানা করা হয়েছে। মরণব্যাধি করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন উপজেলার বিভিন্ন স্থানে পরিবহন ও ইজিবাইকে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সখিপুর এলাকার এক সচেতন নাগরিক ৯৯৯ নং ফোন করার সাথে সাথে সাতক্ষীরা মেট্রো জ-১১-১৩৫৮ নাম্বার বাস উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে সাতক্ষীরা টু কালিগঞ্জ সড়কের অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে দাড় করানো হয়। পরে ডাইভার আব্দুর রশিদকে ১৮৬৫ দন্ডবিধি অনুযায়ী ২৭ শত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার এসআই হুমায়ুন কবীরসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন