দেবহাটায় রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের মুখে বিজয়ের গল্পগাঁথা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

দ্বারা zime
০ মন্তব্য 363 দর্শন

 

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: দেবহাটায় রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের মুখে বিজয়ের গল্পগাঁথা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার একমাত্র জীবিত স্বাক্ষী অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানকেও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় দেবহাটার ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের হলরুমে বিশ^বিদ্যালয়ের ছাত্রদের সংগঠন দরদি সমাজসেবা ফাউন্ডেশনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি, নুরুল ইসলাম খানের পুত্র মিড নাইট সানের সভাপতি নাজিবুল ইসলাম খান, সুইডেনে মানবতার কল্যানে নিয়োজিত শাহনাজ খান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, সাবেক দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, কেবিএ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হারুন-অর-রশিদ, এ্যড. ইউনুস আলী প্রমুখ। দরদি সমাজসেবা ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্যাহ আল মামুনের পরিচানায় অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু হত্যা মামলার স্বাক্ষী নুরুল ইসলাম খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি সহ অন্যান্য অতিথিবৃন্দরা। এছাড়া একই সময়ে দেবহাটা উপজেলা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পাওয়া কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক মুক্তিযুদ্ধকালীন ও ৭৫’র ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে হত্যার ভয়াবহ ঘটনার বর্ণণা দেন। এছাড়া মুক্তিযুদ্ধ কালীন সময়ে নিজের অবস্থান নিয়ে লেখা ‘মুক্তিযুদ্ধ এবং আমি’ বইটির বিভিন্ন অংশ পড়ে শোনান তিনি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন