পিছিয়ে পড়া বেঁদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র দিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 256 দর্শন

 

মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানা পুলিশ কর্তৃক আয়োজিত হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা রেজ্ঞের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি মোঃ হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম।

প্রধান অতিথি তাঁর ব্যক্তব্যে বলেন বেঁদে সম্প্রদায়কে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের লক্ষ্যে কাজ করার আহব্বান জানান।এসময় তিনি পিছিয়ে পড়া বেঁদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং বেঁদে শিশুদের সাধারণ সামাজিক মর্যাদার সঙ্গে বড় হয়ে ওঠার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সমাজের সকলের নিকট সহযোগীতা কামনা করেন। তিনি আরো বলেন বেঁদে সন্তানদের পড়াশুনার সুযোগ দিয়ে মানুষের মতো মানুষ হওয়ার সুযোগ তৈরী করে দেওয়ার দায়িত্ব আমার আপনার সবার।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন