শারদীয় দুর্গোৎসব পালনে কুষ্টিয়ার এসপির ১২ টি নির্দেশনা

দ্বারা zime
০ মন্তব্য 146 দর্শন

 

আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২০ ইং যথাযথ মর্যাদায় এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কুষ্টিয়া জেলার ০৭ থানাধীন থানা/উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি এবং সেক্রেটারি মহোদয়গণসহ পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি এবং সেক্রেটারি এর সহিত কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)এঁর দিকনির্দেশনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবছর কুষ্টিয়া জেলায় ২৩৪ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভায় কোভিড-১৯ মহামারীর জন্য এবার দুর্গাপূজার অনুষ্ঠানমালা শুধু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে মন্দির প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।
এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কর্তৃক সমন্বয়কৃত নিম্নোক্ত নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলতে হবে:

১) ভক্ত-পূজারি ও দর্শনার্থীদের জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখা,

২) সকলেই বাধ্যতামূলকভাবে মাস্ক পরা,

৩) দর্শনার্থীদের মধ্যে ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা,

৪) পূজামণ্ডপে নারী-পুরুষের যাতায়াতের আলাদা ব্যবস্থা করা,

৫) বেশিসংখ্যক নিজস্ব স্বেচ্ছাসেবক রাখা,

৬) “সন্দেহভাজন” দর্শনার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থা রাখা,

৭) আতসবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকা,

৮) ভক্তিমূলক সংগীত ছাড়া অন্য কোনো গান বাজানো যাবে না, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিহার করা,

৯) ‘শৃঙ্খলা রক্ষা কমিটি’ গঠন, গুজবে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা এবং

১০) প্রতিমা নিরঞ্জনে শোভাযাত্রা পরিহার করা।

১১) সম্ভবপর হলে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা রাখা,

১২) পূজার আরতি এবং অঞ্জলি প্রদান অনুষ্ঠান স্থানীয় ক্যাবলটিভির মাধ্যমে সম্প্রচার করা ।

কুষ্টিয়া জেলা পুলিশের সৌজন্যে পূজা মন্ডপ গুলো স্ব-স্ব থানা পুলিশের সার্বক্ষণিক টহলসহ চৌকস মোবাইল টিমের আওতায় থাকবে।

 


আলোচনান্তে বলা হয় যে, দুর্গাপূজার ধর্মীয় আনুষ্ঠানিকতা হিন্দুদের কিন্তু মূলবাণী সমগ্র মানবজাতির কল্যাণে নিবেদিত। এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা। অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সর্বজনীন শারদীয় দুর্গাপূজা।যেকোনো প্রয়োজনে ছবিতে সংযুক্ত নিম্মোক্ত নম্বর সমূহে যোগাযোগের জন্য অনুরোধ করা হল (২৪/৭)। সবাইকে শারদীয় দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা।

ধন্যবাদন্তে:

জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)
পুলিশ সুপার, কুষ্টিয়া।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন