সিনিয়র সচিব কেএম আলী আজমের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তাদের মত বিনিময় সভা

দ্বারা zime
০ মন্তব্য 267 দর্শন

 

সাতক্ষীরায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মাঠ প্রশাসনের বর্তমান চ্যালেঞ্জ ও করনীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম।

তিনি বলেন, আপনারা সরকারের মাঠ পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তা। জনগণ বিভিন্ন সমস্যা থেকে উত্তরনের জন্য আপনাদের কাছে ছুটে আসেন। তাদের সার্বিক বিষয় গুলোর অত্যন্ত আন্তরিকতার সাথে দেখভাল করতে হবে। বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নমূলক কর্মকান্ডের সুফল জনগনের মাঝে পৌছে দেওয়ার চেষ্টা করতে হবে।

এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন এনডিসি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মাহমুদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তানজিলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেজা রাশেদ, সদর উপজেলা নির্বাহী ক ফাতেমা -তুজ জোহরা সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন