সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজী কালে মোটরসাইকেল ফেলে ভো-দৌড় দেওয়া সেই ৪ জন আটক

দ্বারা zime
০ মন্তব্য 166 দর্শন

 

কাজী মোঃ আছাদুজ্জামান (আলিম) (৩০), পিং-মৃত ওসমান গনি সরদার, সাং-বেউলা, থানা-আমাশুনি, জেলা-সাতক্ষীরা এর নিকট হইতে একটি ভুঁইফোড়া  সাংবাদিক চক্রের সদস্যরা ১০,০০০/- টাকা চাঁদা দাবী করায় উক্ত হলুদ সাংবাদিক চক্রের বিরুদ্ধে থানায় চাঁদাবাজী এজাহার দায়ের করিলে মামলা নং-৫(৯)২০২০ রুজু হওয়ার পর সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) এঁর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল মোঃ শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে, আশাশুনি থানার  অফিসার ইনচার্জ  মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোঃ মাহফুজুর রহমান এর বুদ্ধিমত্তায় এসআই (নিঃ) গাজী নূর নবী সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় আসামী ১. মোঃ আব্দুল মান্নান (৫৭), পিতা-মৃত মোনতাজ মোল্লা, ২. মোঃ হাফিজুর রহমান (৩৫), পিতা-মৃত আফছার উদ্দীন সরদার, উভয় গ্রাম-বকচর, ৩. মোঃ মোশারফ হোসেন আব্বাস (৬৪), পিতা-মৃত মকিম হোসেন, গ্রাম-কুকরালি, সর্ব থানা-সাতক্ষীরা সদর, ৪. মোঃ রবিউল ইসলাম (৩৮), পিতা-মোঃ আবুল কাশেম সরদার, গ্রাম-আদালতপুর, থানা-আশাশুনি, বর্তমান গ্রাম-চালতেতলা, থানা-সাতক্ষীরা সদর, সর্ব জেলা-সাতক্ষীরাদেরকে ইং-০৪/০৯/২০২০ তারিখ আশাশুনি এলাকা হইতে সুকৌশলে গ্রেফতার করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে আশাশুনি থানার ওসি  মোহাম্মাদ গোলাম কবির জানান, আসামীদেরকে বিচারার্থে ইং-০৪/০৯/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রাসংঙ্গত : গতকাল বৃহম্পতিবার দৈনিক পত্রদূত পত্রিকা সহ কয়েকটি স্থানীয় পত্রিকায়

আশাশুনিতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীকালে ৪জন মোটরসাইকেল ফেলে ভো-দৌড়

শিরোনামের সংবাদটি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) এঁর দৃষ্টিগোচর হলে পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: ইয়াছিন আলীর তত্বাবধানে আশাশুনি থানার ওসি মোহাম্মাদ গোলাম কবিরে  নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় আজ শুক্রবার তাদের কে আটক করা  হয়।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন